Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০১৮

গ্রন্থাগার

 

বিসিএস প্রশাসন একাডেমি ১৯৮৭ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় ১৯৮৭ সালের ২৭ শে ডিসেম্বর। একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকেই এখানে রয়েছে একটি সুসজ্জিত গ্রন্থাগার যা একাডেমির অনুষদ সদস্য ও প্রশিক্ষণার্থীগণের জ্ঞানের সমুদ্রে অবগাহনের সুযোগ করে দিয়েছে। একাডেমি গ্রন্থাগারে প্রতিষ্ঠা করা হয়েছে একটি  মুক্তিযুদ্ধ কর্নার যা গ্রন্থাগারকে আরও আকর্ষনীয় করে তুলেছে। মুক্তিযুদ্ধ কর্নারটি গত ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রন্থাগারে প্রশাসন, আইন, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, অর্থনীতি, সাহিত্যসহ জ্ঞানের সকল শাখার প্রায় ৫১,০০০ হাজার পুস্তকের পাশাপাশি দেশি-বিদেশি জার্নাল, ম্যাগাজিন ও দৈনিক পত্রিকার এক বিশাল সংগ্রহ গড়ে তোলা হয়েছে। একাডেমির প্রশিক্ষণার্থীগণের গ্রন্থাগারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে গ্রন্থাগারটি সকাল ৮ঃ৩০ মিনিট থেকে রাত ১০ঃ০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে খোলা রাখা হয়।