১। আইন ও প্রশাসন বিষয়ক কোর্স
বিসিএস জনপ্রশাসন ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য পাঁচ মাস মেয়াদি এ মৌলিক কোর্সটি পরিচালনা করা হয়। এ কোর্সের মাধ্যমে ফৌজদারী আইন, জনপ্রশাসন, ব্যবস্থাপনা, অর্থনীতি, ইংরেজী ভাষা, তথ্যপ্রযুক্তি, আচরণগত বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সুস্পষ্ট ধারণা প্রদানের প্রচেষ্টা নেয়া হয়। স্বতন্ত্র ও দলগত অনুশীলন, বিশ্লেষণাত্মক পর্যালোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পাঠ্য বিষয়ে নিবিড় ত্বাত্তিক ও ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। বেসামরিক চাকুরীর আচরণ বিধি, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়।
২। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্তির জন্য প্রণীত যোগ্যতার তালিকাভুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা, যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্তির জন্য যোগ্যতার তালিকাভুক্ত হয়েছেন, তাদের জন্য দু'সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ যেন অধিকতর যোগ্যতা ও আত্মপ্রত্যয়ের সাথে উপজেলা প্রশাসন পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারেন সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
৩। কম্পিউটার বিষয়ক কোর্স
কম্পিউটার ও এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী সচিব এবং সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এ কোর্স পরিচালনার মূল লক্ষ্য। কোর্সটি চার সপ্তাহের জন্য পরিচালিত হয়।
৪। দুর্নীতি দমনে পদক্ষেপ গ্রহণ বিষয়ক কোর্স
দেশ ও বিদেশে সংঘটিত দূর্নীতির সর্বশেষ দৃশ্যকল্প, তথ্য এবং দূর্নীতি দমনের সাথে সম্পর্কিত সকল আইন, বিধি ও বিধান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবগত করাই এ কোর্সের প্রধান বৈশিষ্ট্য। কোর্সটি দু'সপ্তাহের জন্য পরিচালনা করা হয়। এ কোর্সে উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী সচিব এবং সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাগণ অংশগ্রহণ করে থাকেন।
৫। উপজেলা প্রশাসন ও উন্নয়ন বিষয়ক কোর্স
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত কর্মকর্তাদের জন্য এ কোর্সটির আয়োজন করা হয়। কোর্সটি দু'সপ্তাহ মেয়াদি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিই এ কোর্সের অন্যতম উদ্দেশ্য। আশা করা হয় যে, কোর্স সমাপণান্তে প্রশিক্ষণার্থীগণ অধিকতর দক্ষতা ও যোগ্যতার সাথে উপজেলা প্রশাসন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক ও ত্বাত্তিক জ্ঞান এবং প্রশিক্ষণ অর্জন করবেন।
৬। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য কোর্স
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের জন্য দু’সপ্তাহ মেয়াদি এ কোর্সটি পরিচালনা করা হয়। প্রশিক্ষণার্থীদের মোবাইল কোর্ট পরিচালনার পদ্ধতিসহ আইন, বিধি-বিধান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান প্রদান করাই এ কোর্সের বিশেষ লক্ষ্য।
৭। উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক কোর্স
বিভিন্ন ক্যাডার হতে নব পদোন্নতিপ্রাপ্ত উপসচিবদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এ কোর্সটির পরিকল্পনা করা হয়। এ কোর্সের মূল লক্ষ্য হলো সচিবালয় প্রশাসন, সরকারী নীতি ও সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়ার সাথে নব পদোন্নতিপ্রাপ্ত উপসচিবদের ধারণা প্রদান। কোর্সটি চার সপ্তাহের জন্য পরিচালিত হয়।
৮। ইংরেজি ভাষা বিষয়ক কোর্স
পেশাগত প্রয়োজনে সাবলীলভাবে ইংরেজি ভাষা ব্যবহারে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য চার সপ্তাহ ব্যাপী এ কোর্সটির আয়োজন করা হয়। সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তাগণ এ কোর্সে অংশগ্রহণ করে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ গ্রহণ করে থাকেন।
৯। সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ক কোর্স
সরকারি খাতে পণ্য ও সেবা ক্রয়ের লক্ষ্যে প্রণীত সর্বশেষ আইন, বিধি-বিধান, পদ্ধতি, কার্যপ্রণালী, প্রচলিত রীতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সুস্পষ্ট ও সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে এ কোর্সটি পরিচালনা করা হয়। সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তাগণ এ কোর্সের মাধ্যমে দু'সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ গ্রহন করে থাকেন।
১০। সরকা্রি নীতি এবং ব্যবস্থাপনা শীর্ষক স্নাতকোত্তর ডিগ্রি
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এবং বাংলাদেশ নর্দা্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ স্নাতকোত্তর ডিগ্রী প্রোগ্রামটি পরিচালনা করা হয়। এ কোর্সের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জনপ্রশাসন সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক মিল ও বৈচিত্র্য সম্পর্কে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নৈতিক উপলব্ধির প্রসারতা আনয়ন করাই মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের দশ বছর চাকুরীকাল সম্পন্নকারী কর্মকর্তাদের এক বছর মেয়াদি এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।
১১। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্স
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য দু'সপ্তাহ মেয়া্দি এ কোর্সটির আয়োজন করা হয়ে থাকে। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের উপর অর্পিত দৈনন্দিন পেশাগত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।