১১৯ ও ১২০ তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান
প্রকাশন তারিখ
: 2021-09-12
৬ অক্টোবর, ২০২১ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠেয় ১১৯তম এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আলী আজম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) জনাব মোমিনুর রশিদ আমিন, অনুষদবর্গ, প্রশিক্ষণার্থীবৃন্দ, মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিসিএস প্রশাসন একাডেমিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় উভয় কোর্সের মোট ৭৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ সময় সনদ প্রদান করা হয়। এ ছাড়াও প্রতি কোর্সের শীর্ষ ৩ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, উভয় কোর্সের রেক্টর পুরষ্কারপ্রাপ্ত ২ জন প্রশিক্ষণার্থী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রশিক্ষণ কোর্স নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন .